মনে রেখো, যেখানে ভক্তি সেখানেই পরমাত্মা। মনে রেখো যারা জ্ঞানী, বারা তার্কিক, তাদের পক্ষে ধর্মের পথ হ'ল ক্ষুরধার তুল্য। কিন্তু যারা সাধক, যারা ভক্ত তাদের পক্ষে সে পথ কুসুমাস্তীর্ণ। তাই ভক্তির দ্বারাই যখন পরমপুরুষ লভ্য তখন ভক্তিমান সাধক পরমপুরুষকে পাবেই। তোমরা সাধক, তোমরা ভক্তির পথে চলছ, জয় তোমাদের হবেই।
(পাটনা, ৬ই আগষ্ট, ১৯৭৮। আনন্দ বচনামৃতম্, ১ম খণ্ড, পৃঃ ৩)
Comments
Post a Comment