নে রাখবে, মজবুৎ সমাজগুরু তৈরী করতে হবে। সমাজগুরুর অর্থই.হ'ল শিক্ষক। এই জন্যে শিক্ষা জগতে দোষ-ত্রুটির দূরীকরণ ও শিক্ষার ব্যাপক প্রসারের জন্যে আমরা আনন্দমার্গে শিক্ষার ওপর এত জোর দিয়ে থাকি। সমাজগুরু যদি সমাজের রক্ষায় অসমর্থ হন, তাহলে সদ্ বিপ্রকে সেই দায়িত্ব নিতে হয়। সদ্ বিপ্ররাও যদি সমাজ-সমস্যা সামলাতে না পারেন তখন স্বয়ং পরমপুরুষকেই পাঞ্চভৌতিক আধার নিয়ে ধরাধামে আবির্ভূত হতে হয়। তোমাদের কাজ হ'ল, সমাজগুরু, সদ্ বিপ্র ও পরমপুরুষের এই যৌথ পুণ্য কর্মে দেহে মনে পূর্ণ সহযোগিতা করা। এটাই তোমাদের ধর্ম। 

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured