পার্বতী শিবকে জিজ্ঞেস করছেন -- সবচেয়ে উত্তম তীর্থ কোনটি? শিব বলছেন আত্মতীর্থ। কিন্তু তামসিক স্বভাবের লোকেরা আত্মতীর্থের অনুসন্ধান না করে বাইরের জগতে এক তীর্থ থেকে অন্য তীর্থে ঘুরে বেড়ায়। তামসাঃ জনাঃ মানে যারা তমোগুণের দ্বারা বা তামসিক বৃত্তির দ্বারা প্রেষিত হয়ে তীর্থের সন্ধানে স্থান থেকে স্থানান্তরে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। সংস্কৃতে তীর্থ মানে সেই বিন্দু ঘা জগৎকে ছুঁয়ে রয়েছে ও যা ইহজগণৎকে পরজগতের সঙ্গে সম্মন্ধিত করে রেখেছে। সেই সংযোগ বিন্দুকে, সেই অভিন্ন বিন্দুকে বলা হয় তীর্থ। তীরস্থং ইতর্থ্যে তীর্থং। তীরস্থং মানে যে বিন্দুতে নদীর জলরেখা তটরেখাকে স্পর্শ করছে। তমোগুণী লোকেরা তীর্থের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। 'আত্মতীর্থং ন জানন্তি'। তারা জানে না যে আসল তীর্থ আত্মার মধ্যে লুকিয়ে রয়েছে।

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured