বুদ্ধিমান মানুষ সৎ কাজ করবার আগে দেখে নেবে, যে কাজটি করছে সে কাজ শ্রেয়সম্মত না প্রেয়সম্মত। যদি শ্রেয়সম্মত হয়, তাহলে দ্বিগুণ শক্তির সঙ্গে, অধিকতর শক্তির সঙ্গে, পরিশ্রমের সঙ্গে সেই কাজ কর, তা করবার জন্য সর্বতোভাবে লেগে যাও। যদি দেখ কোন কাজ প্রেয়সম্মত অর্থাৎ প্রেয়াভিমুখী, সে কাজ থেকে নিজেকে তো দুরে রাখবেই, অন্যকেও দুরে রাখবার চেষ্টা করবে। আর যে তোমার কথা শুনবে না, তাকে জোরপূর্বক রুখ্ বার চেষ্টা করবে কেননা সমাজের কল্যানের জন্য পাপীকে পাপ থেকে দূরে রাখার প্রয়াস করা তোমার কর্তব্য।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment