প্রতিটি জীব অমৃতের সন্তান। তোমার জন্ম অমৃতত্ব থেকে আর গতি অমৃতত্ত্বের দিকেই। তাই বিচলিত হবার, ভয় পাবার বা চিন্তা করবার কোনো কারণ নেই। কারও এমন চিন্তা করা উচিত নয় যে তার জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে। জীবন লাভ করেছ সার্থকতার জন্যেই। নিজের জীবনকে ব্যর্থ বা সার্থক করা তোমারই হাতে। সংসারের সবচেয়ে বৃহৎ সত্তা তোমার সঙ্গে রয়েছেন, আর তোমাকে সবচেয়ে বেশী ভালোও বাসেন; তাহলে নিরাশ হবে কেন!
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment