অমানিশার অন্ধ তমসার পরে অরুণৌজ্জ্বল প্রভাতের আগমন যেমন অবশ্যস্তাবী ঠিক তেমনি, আমি জানি, আজকের এই অবহেলিত মানবতার শত লক্ষ ধিকার -- লাঞ্চনার পরে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ও আসবে; যারা মানুষকে ভালবাসে, জীব জগতের কল্যাণ যারা চায়, তাদের উচিত সেই শুভ লগ্ন যাতে শীঘ্রাতিশীঘ্র আসে তার জন্যে সকল আলস্য ত্যাগ করে এই মুহূর্ত থেকে কর্মতৎপর হয়ে উঠা। 


Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured