মানুষের মধ্যে যে বৃত্তি গুলো জড় জাগতিক ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে যায় তারা হল সংখ্যায় পাঁচটি --- আহার, নিদ্রা, ভয়, মৈথুন ও ধর্মসাধনা। এদের মধ্যে পশু জীবনে রয়েছে কেবল প্রথম চারটি। এই পাঁচটি বৃত্তির একটা অদ্ভুত স্বভাব হচ্ছে এই যে এদের উৎসাহ দিলে এরা হু হু করে বেড়ে যায়, আর একটু চেষ্টা করলে, নিয়ন্ত্রণে আনতে গেলে গোড়ার দিকে একটু সংগ্রাম করতে হয়। এই বৃত্তি গুলোর মধ্যে প্রথম চারটি মুখ্যত জাগতিক ও গৌণ মানসিক, আর পঞ্চমটি সমভাবে জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক। মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সর্বনিম্ন মাত্রায় প্রথম চারটির প্রয়োজন থাকে। আর পঞ্চমটি অর্থাৎ ধর্ম ভাবনার প্রয়োজন মানুষের জীবনে কোন মাত্রা বিচার করে না....... যত বেশি থাকে ততই ভালো আর।
(নমঃ শিবায় শান্তায় - পৃঃ ১৬১)
Comments
Post a Comment