মানুষের বন্ধন কত রকমের! মুখ্যত তিন ধরনের বন্ধনের দ্বারা মানুষ বদ্ধ হয়ে রয়েছে। তারা হচ্ছে আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক। পরমপুরুষের শরণ নিয়ে যে তার সবটুকু আস্তিত্বিক মাধুর্য তাতেই সমর্পণ করে দেয় তখনই সে ওই তিন বন্ধন থেকে আত্যন্তিকী থেকে নিবৃত্তি অর্থাৎ মোক্ষ লাভ করে। 

(নমঃ শিবায় শান্তায় - পৃঃ ১৬৩) 

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured