শাসনাৎ তারয়েৎ যস্তু সঃ শাস্ত্রঃ পরিকীর্তিতঃ। শাস্ত্ররূপী পুস্তকের পরিবর্তে যদি কোন শুভঙ্কর মানুষ শাসনের দ্বারা সংরচনা রক্ষা করতে চায়, তবে তাকে শাস্ত্রের মতই শুভঙ্কর হতে হবে। অর্থাৎ যেখানে শুভাশুভের প্রশ্ন সেখানে আদর্শ থেকে এক ইঞ্চিও সরব না ও অন্যকে এক ইঞ্চি সরতে-নড়তে দোব না। কে নিন্দে করবে, সংবাদপত্র কী লিখবে, অথবা ভোটপ্রাপ্তিতে কীরপ প্রতিক্রিয়া হবে সে কথা ভাবলে কল্যাণকৃৎ হওয়া যায় না।
(নমঃ শিবায় শান্তায়। পৃঃ ১৩২)
Comments
Post a Comment