"নাহং তিষ্টামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে ন চ।
মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি নারদ।।"
"ভক্তেরা যেখানেই কীর্তন করেন আমি সেখানেই পৌঁছে যাই”। "আমি সেখানেই পৌঁছে যাই" না ৰলে পরমপুরুষ যদি ৰলতেন "সেখানে পৌঁছতে আমি বাধ্য” তাহলে আমার মনে হয় সেটা আরও ভাল হতো।......... এখানে আমি এটাই ৰলতে চাইছি যে যাঁরা আধ্যাত্মিক উন্নতি চান তারা অধিক থেকে অধিকতর কীর্তন করুন। কীর্তনের ফলে মানুষের মন পবিত্র হয়, আর সেই মন দিয়ে সাধনা করতে হয়।...... কীর্তনের ফলে মানুষ এতখানি পবিত্র হয়ে ওঠে যে সে অনুভব করে যেন সে সবেমাত্র গঙ্গাস্নান সেরে এল। সাধকের গঙ্গাস্নান মানেই হ'ল সদা কীর্তন।
(গ্রন্থ - ভক্তিরস ও কীর্তন মহিমা)
শ্রী শ্রী আনন্দমূর্তি
Comments
Post a Comment