প্রণিপাত, পরিপ্রশ্ন ও সেবা -- এই তিনটি তত্ত্বকে মেনে চললে মানুষের  আধ্যাত্মিক প্রগতি হবেই। এছাড়া অন্য কোন কিছু তোমার উপকারে আসবে না। মনে রেখো, অতি স্বল্পকালের জন্যেই তুমি এই পৃথিবীতে এসেছ। তাই তোমার সময় ও সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করো, মনের মধ্যে যথার্থ সেবার মনোভাব পোষণ করে জগতের সেবা করে যাও; জাগতিক মানসিক ও আধ্যাত্মিক জীবনের সকল তরে সর্বাত্মক সেবার. কাজ চালিয়ে যাও। (আনন্দ বচনামৃতম্, ১ম খণ্ড, পৃঃ ৮)


Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured