সংগ্রামের মাধ্যমেই বিকাশ হয়। প্রগতির সময় বিরোধী শক্তির পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়। তারা অগ্রগতিকে রুদ্ধ করে দিতে চায়; ফলস্বরূপ দুই শক্তির মধ্যে শুরু হয়ে যায় সংগ্রাম। এই অবস্থাতেই সাধক অধিক শক্তি প্রয়োগ করে পরিণামভূত শক্তিকে অনুরূপ করে নিয়ে অগ্রগতি বজায় রাখতে পারে। এই পরিণামভূতা শক্তিই হল জীবন। যেখানে সংঘর্ষ নেই সেখানে মানুষ অজান্তেই মৃত্যুর দিকে চলে যেতে থাকে।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment