মানুষ! তুমি তেজস্বিতায় প্রতিষ্ঠিত হও,
মানুষ! তুমি তেজস্বিতায় প্রতিষ্ঠিত হও, পৌরুষে প্রতিষ্ঠিত হও, বীর্যবত্তায় উদ্বোধিত হও, কারণ তোমার পথ বিপ্লবের পথ, “অতিসাবধানীর” ধরাবাধা গতানুগতিকতার পথ তোমার জন্যে নয়। বন্ধুর পথের যাত্রী তুমি, দুর্গম পথের যাত্রী তুমি, মার্গের পতাকা উরে তুলে মাথা উঁচু করে বুকে ফুলিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। থমকে দাঁড়াবার, পিছনে তাকাবার অবকাশ তোমার নেই।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment