নিজস্ব বলতে, আপনার বলতে এই পৃথিবীতে কিছুই নেই। কেবল পরমপুরুষই আপনজন অন্য কোনো বস্তু নয়। যদি এই ভাবটা মানুষের মনে না থাকে তবে মানুষ নিষ্ক্রিয় হয়ে যাবে, উদর-উপস্থ জীবি হয়ে যাবে। আমার সিদ্ধান্ত হলো এই বস্তু জগতের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে পরমাত্মার দিকে গতি বা প্রবাহ বজায় রাখা। 

(আনন্দ বচনামৃতম্, ৭-৯ম খণ্ড, পৃঃ ৮৭)

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured