এই সত্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে ধর্মের বহুপল্লবিত সংবৃদ্ধি ও বিস্তৃতি। অর্থাৎ সত্যকে যে মানছে না, ঋতকেও যে মানছে না, যে ব্যষ্টিগত স্বার্থে বা স্বভাবগত ভাবে মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছে, ধর্ম তার কাছে থাকতেই পারে না। যে মানুষ ব্যষ্টিগত স্বার্থে মিথ্যা ৰলে সে পশু-পাথীর চেয়েও তো বটেই, উদ্ভিদের চেয়েও নিম্নমানের সত্তা। যে স্বভাবগতভাবে মিথ্যা ৰলে, বুঝতে হৰে, সে দীর্ঘকাল ধরে অবাধে অথবা স্বচেষ্টায় মিথ্যা ভাষণের অভ্যাস করেছিল। আর সেই অভ্যাস আজ স্বভাব হয়ে দাড়িয়েছে।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment