মানুষ! তুমি ওঙ্কারের পথ ধরে সুক্ষ্মত্বের দিকে এগিয়ে চল, ছুটো না তুমি আপাতমধুর তমোগুণী মরীচিকার দিকে। সত্ত্বগুণে প্রতিষ্ঠিত হয়ে, তারপর ব্রহ্মত্বে লীন হও। ওঙ্কার যেখান থেকে এসেছে, সেখানে গিয়ে পৌঁছাও। সাধনায়, নিষ্ঠায় জাগিয়ে তোল নিজের সুপ্ত মনুষ্যত্বকে, উদ্বোধন কর দেবত্বের মনীষাকে,আর সেই সাধনালব্ধ শুচিশুভ্র দেবত্বকে বিলিয়ে দাও ব্রাহ্মী মহিমার অখণ্ড শ্রোতে। অর্জন করো সেই পরমাস্থিতি, যার জন্যে অনাদি কাল থেকে তুমি অনেক কষ্টে এগিয়ে এসে আজ  মানষ বলে পরিচয় দেবার সুযোগ পেয়েছ। 

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured