যে পুষ্টিমার্গ ধরে চলেছে তার উন্নতি হবেই। সে একদিন পরমপুরুষের অতি নিকটে এসে যাবে। বৈষ্ণবীয় গুঢ় তত্ত্বে ভাগবৎ ধর্মে এই যে তিনটে পথ অর্থাৎ সামান্যা ভক্তি, গৌণা ভক্তি, মুখ্যা ভক্তি -- এই তিনটেকে বৈষ্ণবীয় আদর্শ অনুযায়ী ব্রজভাব, গোপীভাব আর রাধা ভাব এই তিনটি স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। এই মুখ্যা ভক্তির দ্বারা মানুষ পরমপুরুষের সান্নিধ্য লাভ করে৷ আর যে মানুষ পুষ্টিমার্গ দিয়ে না যাচ্ছে তাকে বলা হয় রৌরব মার্গ। 


Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured