জ্ঞানী হলে কোনো লাভ নেই। ততক্ষণ পর্যস্তই জ্ঞানের উপযোগিতা যতক্ষণ ভক্তির উদয় হচ্ছে না। যেমন ধর, তোমরা পাতার ওপর রেখে লাড্ডু, কচুরি ইত্যাদি খাও --- এটা হ'ল খাওয়ার ক্রিয়া-কর্ম, আর খাওয়ার যে আনন্দ সেটা ভক্তি। একবার ভক্তিতে প্রতিষ্ঠিত হয়ে গেলে অর্থাৎ ভোজন আত্মস্থ করে তৃপ্ত হয়ে গেলে তখন জ্ঞানের এঁঠো পাতা কুড়াদানিতে ফেলার মত হয়ে যায়। যতক্ষণ না ভক্তি জাগছে, জ্ঞানের কিছুটা প্রয়োজন আছে। তাই তোমরা বুদ্ধিমান হও, ভক্ত হও, জ্ঞানের জঞ্জালে ফেঁসে গিয়ে সময় নষ্ট করো না।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment