"সমানি বো. আকৃতিঃ সমানা হৃদয়ানি বঃ।" মিলেমিশে প্রতিটি কাজ করবে। তোমাদের পক্ষে কোন কাজই জটিল নয়, কোন কাজই দুরূহ নয়। হাসতে হাসতে সহজভাবে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে করতে এগিয়ে চলো। তোমাদের জয় অবশ্যস্তাবী। জয় তো তোমাদের করায়ত্ত। মানুষ সৎ কর্ম করলে পরমপুরুষও তার সঙ্গে থাকেন। সে অবস্থায় পরমপুরুষকে বলবারও প্রয়োজন নেই যে “হে পরমপুরুষ, তুমি আমাকে আরও শক্তি দাও”, কেননা পরমপুরুষ যখন সঙ্গে রয়েছেন তখন শক্তি অবশ্যই তিনি দেবেন। শক্তি তো তিনি দিয়েই চলেছেন। তাই বলি এগিয়ে চলো, 'যুদ্ধস্ব বিগতজ্বরঃ,। 

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured