আনন্দমার্গ দর্শন অনুযায়ী স্বর্গ বলে কিছু নেই। সুতরাং তোমরা কখনো কাউকে অসহায় বলে ভাবতে দেবেনা। পরম পুরুষ স্বর্গ ও নরক (যদি কোথাও থাকে) সর্বত্র আছেন। কাজেই তুমি কখনো একলা নও। তোমরা কখনো অসহায় মানসিকতাকে প্রৎসাহিত করবে না। পরমপুরুষ সদা সর্বদা তোমার সঙ্গে আছেন। শুধু তাই নয়, তিনি সর্বদাই তোমাকে ভালোবাসেন। তাই তুমি কোন প্রকার হীনমন্যতাকে প্রশ্রয় দিও না। সেই পরম পুরুষকেই নিজের জীবনের একমাত্র ধ্যেয় করে নাও, আর তাকে জেনে মুক্তি লাভ করো।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
(আনন্দ বচনামৃতম্, ১ম খণ্ড, পৃঃ ১৮)
Comments
Post a Comment