মানুষ, মনে রেখো পরম পুরুষ তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। কোন অবস্থাতেই তুমি একলা নও। পরম পুরুষ কখনো তোমার দুঃখ-বিপদে উদাসীন থাকতে পারেন না। তিনি সবসময় তোমার ব্যথা-বেদনা অনুভব করেন। তার নির্দেশ মত কাজ করে যাও, আর তাতেই তুমি যাবতীয় কষ্ট-যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবে।
(আনন্দ বচনামৃতম্, ১ম খণ্ড, পৃঃ ৬)
Comments
Post a Comment