চলার পথের অন্যতম পাথেয় হচ্ছে এই ব্যতিক্রম। আমরা জেন এই ব্যতিক্রমটাকে তুচ্ছ মনে না করি।......  আমাদের দেখতে হবে যে আদর্শকে সামনে ঠিক রেখে সাধারণের থেকে ব্যতিক্রম হতে হবে। বিশেষ করে যারা একটা নোতুন রাস্তা নিয়েছে, নোতুন কিছু গড়তে চলেছে ব্যতিক্রম তাদের কাছে প্রাণের মত জিনিস; ব্যতিক্রম তাদের কাছে অত্যন্ত দামী জিনিস।.....  ব্যতিক্রমদের নিয়ে এই পৃথিবীতে মিশনারী জীবনের সূত্রপাত হয়েছিল। আজও সে ব্যতিক্রমকে আরও মহিমান্বিত করে, আরও নোতুন নোতুন ছেলের দল, নোতুন নোতুন মেয়ের দল এগিয়ে চলবে, আর ক্রমশ এই ব্যতিক্রমকেই আরও বেশি মহিমান্বিত করে তুলবে। তাই এই ব্যতিক্রমরাই মানুষের ইতিহাসকে গড়ে তোলে। বাকিরা গড়ে না। 

(আনন্দ বচনামৃতম্, ৭-৯ম খণ্ড, পৃঃ ৮৮)

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured