ভক্ত সব সময় বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে। জ্ঞানী করে কী? --- না, ধর্মশাস্ত্রের বা তর্ক শাস্ত্রের হাজার সমস্যা নিয়ে অযথা মাথা ঘামায়। কিন্তু ভক্ত, ধর্মশাস্ত্রের সারাংশ আত্মসাৎ করে। ভক্ত জেনে বুঝে পরমপুরুষের শরণ নেয়। যদি পরমপুরুষকে ধরি একটা জাহাজ....একটা প্রকাণ্ড ৰড় জাহাজ, ভক্ত করে কী? --- না, সে সেই প্রকাণ্ড জাহাজরূপী পবমপুকষে চেপে বসে ও নিশ্চিন্ত নিরুদ্ধেগে এই ভবসমুদ্র পার হয়ে যায়। (আনন্দ বচনামৃতম্, ১ম খণ্ড, পৃঃ ১২)

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured