কেবল এতটুকুই নয়, যদি দেখ, তোমরা সমাজের ভাল করছ আর পাপীরা সমাজের ক্ষতি করছে, সেক্ষেত্রে তুমি যদি দু'পা এগোও তাহ'লে তারা তো সমাজকে দু'পা পিছিয়ে নিয়ে যাবে। তাহলে তো সমাজের গড়পড়তা উন্নতি হ'ল না। এ জন্যে তোমাকে এটাও অবশ্যই দেখতে হবে যে তুমি নিজে যেমন সমাজের ভাল করছ -- করতে থাকো, সেই সঙ্গে পাপীর বিরুদ্ধে সংগ্রামও করতে থাকো যাতে সে এগোতে না পারে। সৎ কর্ম যেমন ধর্ম, যেমন পুণ্য কর্ম তেমনি অসৎ কর্মীর বিরুদ্ধে সংগ্রাম করাটাও সৎ কর্ম, পুণ্য কর্ম --- এ কথা কোন মতেই ভুললে চলবে না। পৃথিবীতে এমন ভাল লোক আছে যারা মানুষ হিসেবে সত্যিই ভাল কিন্তু পাপের বিরুদ্ধে লড়াই করেনা যদিও নিজেরা ব্যষ্টিগতভাবে পূণ্য করে থাকে। এই যে নিষ্ক্রিয় (Passive) পুণ্য কর্ম, এতে পৃথিবীর সত্যিকারের প্রগতি হতে পারে না। তাই তুমি পুণ্য কর্মও করবে আর সেই সঙ্গে পাপের বিরুদ্ধে লড়াইও করবে। পাপের বিরুদ্ধে সংগ্রাম করাও তোমার পক্ষে অবশ্য করণীয়, সেটাও তোমার ধর্ম। 


Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured