মানুষ খুব অল্পদিনের জন্যই এই পৃথিবীতে আসে। আর এই অল্প সময়ের মধ্যে তাকে সব কিছু সেরে ফেলতে হয়। কাজ অনেক, কিন্তু সময় অত্যন্ত অল্প। এইজন্য বুদ্ধিমান মানুষ প্রতিটি মুহূর্ত সময়ের সদুপযোগ করে থাকে । সময়ের অপচয় মানে চরম মূর্খতা। কোনও মানুষই এই পৃথিবীতে অধিক কাল থাকে না। মানব জীবনের চরম লক্ষ্য হল পরমাস্থিতি। সেই লক্ষটা মনে রেখে সেই লক্ষের পথে চলতে চলতে মানুষকে এই পৃথিবীতে আনুষঙ্গিক অনেক কিছু করতে হয়। এইজন্য বলা হয়ে থাকে, এক হাত রাখো পরমপুরুষের চরণে, আর অন্য হাতটা দিয়ে সংসারের কাজকর্ম করে যাও। মন যেন সর্বদাই পরমপুরুষেই সমর্পিত থাকে। আর জাগতিক কাজকর্ম করার সময় মনে রাখবে যে, এই যে জাগতিক কাজকর্ম করছি, এগুলোও পরমপুরুষেরই কাজ। এই যে পৃথিবী, এটা তো পরমপুরুষেরই সৃষ্টি। তাই এই জগতের সেবা করা মানেই বিশ্বস্রষ্টার সন্তান-সন্তুতির সেবা করা। আপন সন্তানদের কেউ সেবা-শুশ্রুষা করছে দেখলে কোন মাতা-পিতা না আনন্দিত হন? তাই পরমপুরুষের সন্তানদের যে সেবা করবে, পরমপুরুষ অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হবেন। জাগতিক কাজকর্ম করার সময় এই কথাটা মনে রাখতে হবে যে, এই জাগতিক কাজকর্মগুলো আমার জন্য নয়। পরমপুরুষের সেবা করা আমার একমাত্র কাজ। 

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured