পরমপুরুষকে ভাবলেই পাবে। বিদ্যায় পাবে না, বুদ্ধিতে পাবে না, শক্তিতে পাবে না, গর্বেও পাবে না। তাকে পেতে হবে ভাবশক্তিতে, তাকে পেতে হবে প্রাণের আকুতিতে। তাকে পরিপূর্ণভাবে পেতে হবে আমিত্বের বিনিময়ে, নিজের সর্বস্বের বিনিময়ে। কারো কাছ থেকে কিছু পেতে গেলে তার বিনিময়ে তাকে কিছু দিতে হয়। ঘৃত-লবন-তেল-বেগুন পেতে গেলে তা পয়সার বিনিময়ে পেতে হয় । তাকে পেতে গেলে আমিত্বের বিনিময়ে পেতে হয় -- পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হয় । এই পরম ভাবের সাধক প্রকৃতির উপাসক হবে না, দর্শনের চুলচেরা বিচার নিয়েও তার মাথা ঘামাবার প্রয়োজন নেই। সাধক জানে আমি যাকে চাই সে-ই সবকিছু, ভাব-অভাব সবকিছুই সেই পরমপুরুষ। 

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured