"যখন মানুষ তার সমস্ত প্রকার ভাবনাকে অর্থাৎ তার শরীরকেন্দ্রীক, মনকেন্দ্রিক ও আধ্যাত্মিকতা কেন্দ্রিক --- এই তিন প্রকার ভাবনাকেই এক করে নিয়ে সম্পূর্ন ভাবে নিজেকে পরমপুরুষের দিকে পরিচালিত করে--এই যে সমস্ত প্রকার ভাবনাকে পরমপুরুষের দিকে চালিত করার ভাব, এইযে মহান বৃত্তি --- একেই বলে ভক্তি। এই ভক্তির দ্বারাই মানুষের জয় জয়কার হয়। এছাড়া অন্য কোন পথ নেই।" 

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured