যদি সত্যি সত্যি জগতের সেবা করতে চাও তবে পরমপুরুষের পাদমূলে আত্মসমর্পণ করতেই হবে। অর্থাৎ সেই শাশ্বত সত্তা পরমপুরুষের কাছে আত্মসমর্পণ করাই হ'ল প্রণিপাত। এই সৃষ্ট জগতের সত্যিকারের মালিক হলেন পরমপুরুষ। এখানে যা কিছু কর্মধারা সবই তার। আমরা সেই পরমপুরুষের মাধ্যম মাত্র। আমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যদি সেই কাজটা আমি না করি তিনি অন্যকে দিয়ে তা করিয়ে নেবেন। তাই কোন কাজ করার আগে আমাকে অতি অবশ্যই এই ভাবনা নিতে হবে যে, পরমপুরুষ কৃপা করে আমার মাধ্যমে তা করিয়ে নিচ্ছেন।
(আনন্দ বচনামৃতম্, ১ম খণ্ড, পৃঃ ৭)
Comments
Post a Comment