আমি তোমাদের বলব কোনো অবস্থায়ই পাপের সঙ্গে হাত মিলাবে না, পাপকে সহ্য করবে না, পাপী যদি তোমার অতি নিকট জনও হয়, ঘরের লোক ও হয় তবুও তার মুখ দেখবে না। সৎ পথে চলবে ও মানুষকে গড়ে তুলবে। সুশিক্ষিার পশুও মানুষ হয়, দেবতা হয়। আমি বলব এ কথাটা তো ঠিক। এর অতিরিক্ত আরও একটা কথা কী?---না, পাপীকে অবস্থার চাপে ফেলে তাকে ভালো হতে বাধ্য করো। দুষ্টু লোকের চারিপাশে এমন একটা প্রাচীর রচনা করো যে তার বাইরে বেরিয়ে গিয়ে সে আর পাপ না করতে পারে, তার থোঁতা মুখ ভোঁতা হয়ে যায়, চিরদিনের জন্যে তার শিক্ষা হয়ে যায়। একটা দুষ্ট লোক যদি ভালো হয়ে যায় তাতে বিশ্বমানবতার কল্যাণ, লাখ লাখ মানুষের কল্যাণ, লক্ষ লক্ষ নিপীড়িত, নির্যাতিত মানবতার কল্যাণ হবে।এইটাই মানব ধর্ম, এইটাই প্রকৃত ভাগবত ধর্ম। তোমরা একথাটা মনে রাখবে। জয় তোমাদের হবেই।"
--- শ্রীশ্রী আনন্দমূর্তিজী। (আনন্দ বচনামৃতম্। ঊনবিংশ খণ্ড থেকে।পৃঃ 196)
Comments
Post a Comment