দীক্ষা নেবার পর হয় কী, সে মানুষ যখন তার ইস্টের দিকে তাকিয়ে থাকে, সে কোন কিছুতেই বিচলিত হয়না। কোন পাপ আর তাকে বাঁধতে পারে না। যে পাপের ফলটা মানুষ একদিন ভোগ করতই --- সেটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। নূতন পাপ বড় একটা তৈরী হয় না। আর মানুষ অত্যল্প কালের মধ্যেই লক্ষ্যে পৌছে যায়। বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে চললে লক্ষ্যে এক জীবিনেই লক্ষ্যে পৌঁছে যাবে। এটাই জীবন। আনন্দমার্গীরা যাতে এই জীবন পায় সেই চেষ্টাতেই আমি ছিলুম, আছি ও থাকবো।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment