ইতিহাসে দেখা গেছে, যখনই মানুষ ধার্মিক, , সামাজিক, অর্থনৈতিক বা অন্য কোন ক্ষেত্রে স্পষ্ট কথা বলেছে, সন্দেহের নিরসন করেছে বা অন্যায়ের প্রতিবাদ করেছে তখনই তার বিরুদ্ধে পাপশক্তি ষড়যন্ত্র করেছে, বিষ প্রয়োগ করেছে, অপপ্রচার করেছে, ক্ষেপে মরীয়া হয়ে উঠেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, নিষ্ঠুরভাবে আঘাতের পর আঘাত হেনেছে, কিন্তু সেই আঘাতই আবার প্রত্যাঘাত হয়ে তারই কাছে ফিরে গেছে। নিজের আঘাতের প্রত্যাঘাতেই পাপশক্তি বিনষ্ট হয়েছে। তোমরা জেনে রেখো ইতিহাসের অমোঘ বিধানে পাপশক্তিকে বিধ্বস্ত হতেই হৰে। 


Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured