তুমি অনন্ত সুখের পিয়াসী
তুমি অনন্ত সুখের পিয়াসী, অনন্ত জীবনের প্রয়াসী, তুমি তোমার বক্ষের উত্তাপে, শিরা-ধমণীর শোণিত ধারায়, হৃৎপিণ্ডের স্পন্দনে, সেই অনন্ত জীবনের সঙ্গেই সংযুক্ত হ'য়ে রয়েছ, অনন্ত যৌবনের বাণী অহরহঃ শুণে চলেছ। তুমি কি জড়ের মত যজ্ঞহীন, কর্মহীন অবস্থায় থাকবার কথা ভাবতে পার? তোমার যা পরমাপ্রাপ্তি, পরমাসিদ্ধি, সেই চরম অবস্থাতেও তুমি থেকে যাবে অনন্ত জ্ঞানশক্তিতে চির-সমাহিত।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment