যজ্ঞ
....... তাই বলি, যতক্ষণ তোমার অস্তিত্ব আছে ততক্ষণ যজ্ঞ করে” যেতেই হবে, আর যে মুহুর্তে তুমি যজ্ঞ সম্পাদনে পরাঞ্জুখ হবে বা অপারগ হবে সে মুহূর্তেই তোমাকে অন্ধকারের আড়ালে সরে যেতে হবে। তুমি তা, পার না। নিজের সত্তাকে বৃহৎ থেকে বৃহত্তর, মহৎ থেকে মহত্তরের দিকে নিয়ে যাওয়াই তোমার ধর্ম। নিজেকে অন্ধকার-লোকে হারিয়ে ফেলা তোমার সত্ত্বা-ধর্ম বিরোধী।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment