ব্যষ্টিগত স্বার্থে বা স্বভাবগত ভাবে অসত্য ৰলে তথাকথিত প্রাগ্রসর মানুষেরা। কিন্তু যেসব মানুষ ধর্মনিষ্ঠ তারা অনগ্রসর মানুষদের মত সত্যনিষ্ঠ তো বটেই, তার চেয়েও অনেক বেশী। যা তথ্য, যা ঘটেছে তাকে ৰলি ঋত। উদ্ভিদ জগতের মধ্যে রয়েছে এই ঋতের ভাব। অনগ্রসর সরল মানুষদের মধ্যেও রয়েছে এই ঋতের ভাবনা ও ঋতাত্মিক বিধৃতি। কিন্তু যারা ধর্মনিষ্ঠ মানুষ তারা ঋতকে আরও মেজে ঘসে, আরও সংশোধিত ভাবে তাকে জগতের কাজে লাগান। ঋত যেখানে অকল্যাণের ইশারা দেয়, ঋত যেখানে অনৃতের নিশানা দেয়, সেখানে তারা ঋতকে কল্যাণের উপযুক্ত বাহন রূপে তৈরী করে নেন। এই কল্যাণকৃৎ ঋতকে ৰলা হয় সত্য।
-- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
Comments
Post a Comment