যেখানে ভাষাগত শোষণ চলছে, সেখানে সেই শোষণকারী ভাষার বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। মানসিক.জগতে যদি কেউ তোমাকে শোষণ করে, তোমাকে হেয় করার চেষ্টা করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। মানসিক ক্ষেত্রে তোমার নৈতিক অধিকার যে হরণ করতে চায় তার বিরুদ্ধেও তোমাকে সংগ্রাম করতে হবে। আধ্যাত্মিক ক্ষেত্রে তুমি তোমার পরম পিতার কাছে এগিয়ে যেতে চাও কিন্তু দুনিয়ার কোন বিশেষ শক্তি যদি তোমার আধ্যাত্মিক প্রগতিকে অবরুদ্ধ করতে চায়, তোমার আধ্যাত্মিক উন্নতি ও প্রগতির পথে ৰাধা সৃষ্টি করতে চায়, তার বিরুদ্ধেও তোমাকে সংগ্রাম করতে হবে। 

Comments

Popular posts from this blog

Jitendraji's TB got cured